লেবানন থেকে ছোড়া ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের উত্তরের সীমান্ত শহর মাত্তাতে এক ব্যক্তি নিহত হয়েছে।
৬০ বছর বয়সী ওই ব্যক্তিকে ম্যাগেন ডেভিড অ্যাডোমের চিকিৎসকরা চিকিৎসা দেন। তারা তার মৃত্যুর ঘোষণা দেন।
সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের আরও বেশ কয়েকটি স্থানে গুলি বর্ষণ করেছে। বৃহস্পতিবার বিকালের দিকে ইসরায়েলের ওই জায়গায় হামলা হয়েছিল।