ফরিদপুরের চরভদ্রাসনে সব সরকারি বেসরকারি বিদ্যালয়ে বিনামূল্যে সবজির চারা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এ চারা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ উপজেলা কৃষি কর্মকর্তা মুহান্মদ তোফাজ্জেল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিয়ামত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর প্রমূখ।