স্কটল্যান্ডে শুটিং সেটে আহত হয়েছেন ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। সেখানে ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমার শুটিং করছেন তিনি। অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে হাঁটুতে আঘাত পান অক্ষয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, “টাইগার শ্রফের সঙ্গে অক্ষয়ের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। এসময় কোনও স্টান্ট ছাড়া শট দিতে গিয়ে আহত হন অক্ষয়। এখন ডান হাঁটুতে ব্রেস পরে আছেন। আঘাত পাওয়ার পর কিছুক্ষণ শুটিং বন্ধ ছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের শুটিং শুরু করেন অক্ষয়।”
অক্ষয়-টাইগার ছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন— সোনাক্ষী সিনহা, মানশি চিল্লার, পৃথ্বিরাজ প্রমুখ। এটি প্রযোজনা করছেন জ্যাকি ভগনানি।
অক্ষয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সেলফি’। গত ২৪ ফেব্রুয়ারি ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায়। মালায়ালাম ভাষার ‘ড্রাইভিং লাইসেন্স’ সিনেমার হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন— ইমরান হাশমি, নুসরাত বারুচা, ডায়না পেন্টি প্রমুখ।