গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার, গ্রেফতার ৩

0

বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রতারণা এবং বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

অপরদিকে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার এবং ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে শেরপুরের শ্রীবরদী থানার তাতীহাটি পূর্বপাড়া এলাকার মো: সুরুজ মিয়ার ছেলে মো: আকিল হাসান ওরফে আকিল ও গাজীপুরের কালিয়াকৈর থানার গোবিন্দপুর গ্রামের দধীমন্ডলের ছেলে মো: শফিকুল ইসলাম (৪৫)। 

জিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মুহাম্মদ কামাল হোসেন বলেন, একটি বিকাশ ও নগদ একাউন্টসহ মোবাইল ফোন এবং ৫০ হাজার টাকা চুরির মামলা তদন্ত করতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব ও গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে মঙ্গলবার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here