সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত ছিলেন তাইজুল। কিউইদের বিপক্ষে বাংলাদেশের ১৫০ রানের জয়ে ১০ উইকেট নিয়ে বড় অবদান তাইজুল। ঐতিহাসিক জয়ের ম্যাচে ম্যাচসেরা পুরস্কারও জিতে নেন এই বাঁহাতি স্পিনার।
এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের কারণে আইসিসির টেস্ট র্যাংকিংয়ের সপ্তাহিক হালনাগাদে বড় লাফ দিয়েছেন তাইজুল ইসলাম। টেস্টে বোলারদের মধ্যে মধ্যে এগিয়েছেন আট ধাপ। এর চেয়েও বড় অর্জন, বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট এখন তাইজুলের।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং অর্জনের মাধ্যমে ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিংয়েও উঠেছেন তাইজুল। ৩১ বছর বয়সী এই স্পিনার ২২ থেকে উঠে এসেছেন ১৪ নম্বরে। টেস্টে এটিই তার ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিং। যদিও সাকিব সর্বোচ্চ সপ্তম স্থানে উঠেছিলেন ২০১১ সালের নভেম্বরে।
ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন নাজমুল হোসেনও। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করা এ বাঁহাতি ব্যাটসম্যান এগিয়েছেন ১৩ ধাপ। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের অবস্থান ৪২ নম্বরে, যেটি তাঁরও ক্যারিয়ার-সেরা। সিলেটে একটি অর্ধশতকসহ ৭৯ রান করা মুশফিকুর রহিম ২০ নম্বরে উঠে এসেছেন চার ধাপ এগিয়ে।