ব্রাজিলে অপরাধী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১৩

0

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রিও ডি জেনেরিও’র উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক-শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারায় মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছেন- এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ হত্যার সাথে আরাউজোর জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here