আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের ডিবি রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্র, ব্র্যাক, এসকেএস-ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।