বগুড়ায় ৪ লাখ ৮৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

0

বগুড়ায় ৪ লাখ ৮৩ হাজার ২১১ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ৫৬ হাজার ৬৭০ জনকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৪ লাখ ২৬ হাজার ৫৪১ জন। আগামী ১২ ডিসেম্বর বগুড়া জেলার ১০৯টি ইউনিয়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। 

বুধবার বেলা ২টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়।  

সভায় আরও বক্তব্য রাখেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক শাহী, ডা. মাশহুরুল আলম জাকি, পরিসংখ্যানবিদ শাহেরুল ইসলাম খান প্রমুখ। সভায় বগুড়ায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here