এবার খেলোয়াড় শ্রেণিতে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এরপরের অবস্থানে রয়েছেন যথাক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল খান। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, এবার খেলোয়াড় শ্রেণিতে তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। গত বছরও এই তালিকায় সাকিব ও তামিম ছিলেন। তবে এবার নতুন করে রিয়াদ যুক্ত হয়েছেন। এনবিআর সূত্র জানায়, ২০২২-২৩ করবর্ষে খেলোয়াড়সহ সেরা করদাতা নির্বাচিত হয়েছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন।