‘পাঠান’ ছবির আকর্ষণ শুধু শাহরুখ খান নন। ‘বেশরম রং’ থেকে শুরু করে ‘ঝুমে জো পাঠান’ গানগুলোতে দীপিকার পারফরম্যান্স মুগ্ধ করেছে প্রায় সকলকে। সিনেমাটি মুক্তির পর থেকেই এর গানগুলো নজর কেড়েছে সবার। পাঠানের গানের সঙ্গে নেচে ভিডিও করছেন অনেকেই।
তেমন একটি ভিডিও দেখে মুগ্ধ স্বয়ং শাহরুখ। বৃহস্পতিবার ‘পাঠান’ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিলেন তিনি। তাদের ভিডিওতে জানালেন প্রতিক্রিয়া।
সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। তার পরই ইউটিউবার এবং অভিনেতা ভুবন রামের সঙ্গে যৌথভাবে শাহরুখ অংশ নিয়েছেন একটি মজার ভিডিওতে। সেখানেই একে একে জানান, অনুরাগীদের বানানো কোন কোন ভিডিও মনে ধরেছে বলিউড তারকার।