এবার ক্যান্সারের অ্যান্টিবডি আবিষ্কারে এআই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। আর সেজন্য মার্কিন এআই কোম্পানি অ্যাবসি কর্পোরেশনের সঙ্গে ২৪ কোটি ৭০ লাখ ডলারের একটি চুক্তিও করেছে তারা।
ব্রিটিশ-সুইডিশ ওষুধ নির্মাতা কোম্পানিটি বিস্তৃত পরিসরে প্রোটিন বিশ্লেষণ করে ক্যান্সারের একটি কার্যকর চিকিৎসা খুঁজে পেতে অ্যাবসি-এর এআই প্রযুক্তি ব্যবহার করবে।
ঠিক কোন রকমের ক্যান্সার নিয়ে তারা কাজ করবে, এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি চুক্তিবদ্ধ কোম্পানি দুটি। প্রচলিত কেমোথেরাপিকে নতুন ধরনের ওষুধ দিয়ে বদলে ফেলার পরিকল্পনা অ্যাস্ট্রাজেনেকার। স্তন ও ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় কোম্পানিটি তাদের নতুন ধরনের চিকিৎসার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলকে অক্টোবরে “বড় ধরনের সাফল্য” বলে ঘোষণা দেয় কোম্পানিটি।