ফরিদপুরে প্রার্থীদের আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0

ফরিদপুরে প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা নির্বাচন কমিশনার হাবিবুর রহমান, র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আখতারসহ সংশিষ্ট দপ্তরের প্রধানগণ।

অবহিতকরণ এ সভায় ফরিদপুরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ। 
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সকলকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here