ঢাকা টেস্টের প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রান তুলতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন মুশফিকুর রহিম। আর ১০২ বলে শাহাদাত হোসেন ৩১ রানের টেস্ট সুলভ ইনিংস খেলেছেন। ৪২ বলে ২০ রান করেছেন মেহেদী হাসান মিরাজ।
এরমধ্যে টাইগার ব্যাটার মুশফিকুর রহিম হয়েছেন আরেক বিরল ঘটনার সাক্ষী। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ‘হ্যান্ডেলড দ্য বল’ আউট হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে মিশেল স্যাটনার ও গ্লেন ফিলিপস নিয়েছেন তিনটি করে উইকেট।