ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রার্থী না হলে জো বাইডেন দ্বিতীয় টার্মের জন্য লড়তেন না। এক মেয়াদেই সন্তুষ্ট থাকতেন বলে মঙ্গলবার বস্টন এলাকায় নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাইডেন নিজেই এ কথা বলেছেন।
বাইডেন বলেন, ট্রাম্পকে আরেক দফা ধরাশায়ী করতেই আমাকে মাঠে নামতে হয়েছে। কারণ, ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট হন তাহলে আমেরিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি অস্তিত্বহীন হয়ে পড়তে পারে। আমেরিকার গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।