জানুয়ারিতেই ওটিটিতে আসতে পারে অ্যানিমেল

0

চলতি মাসের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ২৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। বিশ্বব্যাপী বক্স অফিসেও বাজিমাত করছে এটি। বিদেশেও শত কোটি টাকার বেশি আয় করেছে অ্যানিমেল। 

এবার জানা গেল আগামী বছরের প্রথম মাসের মাঝামাঝিতেই ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে,  ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই ওটিটিতে চলে আসবে অ্যানিমেল।

স্বাভাবিক ভাবেই, বড় পর্দায় সেন্সর বোর্ডের সম্পাদিত সংস্করণই দেখছেন দর্শক। তবে খবর, ওটিটিতে ছবি মুক্তি পেলে বাদ পড়ে যাওয়া দৃশ্যগুলিও নাকি দেখা যাবে মূল ছবির সঙ্গেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here