চেন্নাইয়ে মায়ের কাছে গিয়ে বন্যায় বিপাকে পড়েন বলিউড অভিনেতা আমির খান। শেষ পর্যন্ত তাকে বিশেষ নৌকায় করে উদ্ধার করা হয়েছে।
চলমান ঘূর্ণিঝড়ে ভারতের একাধিক রাজ্য বিপর্যস্ত। এতে বানভাসি তামিলনাড়ুর চেন্নাই-সহ উপকূলবর্তী সাত জেলার মানুষ। সেখানেই বিপাকে পড়েন আমির। ফলে নৌকায় চেপে নিরাপদ স্থানে পৌঁছাতে হয় তাকেও।
গত অক্টোবর মাসেই খবর পাওয়া যায়, অভিনয় থেকে বিরতি নিয়ে মুম্বাই ছেড়েছেন আমির। তবে পেশাগত কারণে নয়, আমির জানান, ব্যক্তিগত কারণে মুম্বাই ছেড়ে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি। তারকার মা থাকেন চেন্নাইয়ে। বার্ধক্যজনিত কারণে বেশ অসুস্থ তিনি। তাই মায়ের সঙ্গে সময় কাটাতে গত কয়েক মাস ধরে দক্ষিণের রাজ্যেই ছিলেন আমির।