সেনাবাহিনীকে হারিয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

0

স্বাধীনতা কাপে ঢাকা আবাহনী সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। এবার তাদের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিল বসুন্ধরা কিংস।

তাই স্বাধীনতা কাপের সেমিতেই দেখা মিলছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইয়ের। মঙ্গলবার শেষ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ১-২ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

৬১ মিনিটে আসরর গফুরভের ব্যাকপাস নিয়ন্ত্রণে নিতে পারেননি কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। সেই ভুলের সুযোগ নিয়ে রঞ্জুর পাস থেকে সেনাবাহিনীকে সমতায় ফেরান ইমন। নিজেদের মাঠে কখনো হারের স্বাদ পায়নি কিংস। আজও সেই অভিজ্ঞতা হয়নি। ৭৭ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে জয়সূচক গোলটি এনে দেন দরিয়েলতন। এরপর বাকিটা সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেয় স্বাগতিকরা।

আগামী ১৫ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হবে অস্কার ব্রুজনের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here