টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগে ধাক্কা খেল টাইগাররা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে বল লেগে আহত হয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। এ সময় তার আঙুল দিয়ে রক্ত বের হতে দেখা যায়। সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপর আর নাঈমকে অনুশীলনে দেখা যায়নি।
দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে দেড়শ’ রানের বড় জয় পেয়েছিল টাইগাররা। মিরপুরে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সিরিজ জয়।
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে পারেন নাঈম। নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁহাতি পেসার মেহেদী হাসান রানার একটি বল আঘাত করে নাঈমের গ্লাভসে। সঙ্গে সঙ্গে ব্যথার তীব্রতায় তিনি হাতে থাকা ব্যাট ছুড়ে ফেলেন মাটিতে। যদিও বিসিবির মেডিকেল টিমের পক্ষ থেকে নাঈমের ইনজুরির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।