প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর।
মঙ্গলবার দুপুরে হঠাৎ তিনি নির্বাচন ভবনে এসে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে যান। সেখানে প্রায় ১০ মিনিটের মতো অবস্থান করেন।
এ সময় সাংবাদিকরা ছবি তুলতে চাইলে ক্যামেরা কেড়ে নিতে তেড়ে আসেন আওয়ামী লীগের এই প্রার্থী।
আপনাকে তলব করেছিল অনুসন্ধান কমিটি, আপনি আইন ভঙ্গ করেছেন কি না-এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, আইন জানেন? কে বলল, আমি আইন ভেঙেছি?
ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কার হয়েছেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম)।