আরেকটি আইপিএল আসরের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ৭৭ স্লটের বিপরীতে ১১৬৬ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। আগামী ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে মিনি-নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আসন্ন আইপিএলের জন্য নিবন্ধন করেননি ইংলিশ পেসার জোফ্রা আর্চার।
চোটের কারণে গত বছর আইপিএলে বেশি ম্যাচ খেলতে পারেননি আর্চার। এবার তাকে আর ধরে রাখেনি মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন সংস্করণের নিলামেও নাম দেননি আর্চার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্দেশেই সরে দাঁড়িয়েছেন তিনি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেই কারণে আর্চারকে আইপিএল না খেলার নির্দেশ দিয়েছে বোর্ড।
চলতি বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন আর্চার। কিন্তু মুম্বাইয়ে অনুশীলনের সময় আবার কনুইয়ে ব্যথা পান তিনি। ফলে দেশে ফিরে যান আর্চার। তারপরেই ২০২৫ সাল পর্যন্ত ইংল্যান্ড বোর্ডের চুক্তিতে সই করেছেন তিনি। তাকে বোর্ড নির্দেশ দিয়েছে, এই পরিস্থিতিতে যেন আইপিএলে তিনি না খেলেন।