ধৈর্য্যের খেলা টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলেছেন ‘বাজবল’ তত্ত্বের জনক ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ফলে ৫ দিনের টেস্ট হয়ে উঠেছে আরও আক্রমণাত্মক। ভারতের মাটিতেও ‘বাজবল’ চালিয়ে যাবেন ম্যাককালাম।
আগামী বছরের শুরুতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড। ভারতের মাটিতে উইকেট মূলত স্পিন নির্ভর। তাতে বাজবল কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ বাজবল তত্ত্ব দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে বুমেরাং হয়ে ফিরে এসেছে। তবে এ কারণে নিজেদের ব্র্যান্ড অব ক্রিকেট থেকে পিছু হটবে না ইংল্যান্ড।
বাজবল নিয়ে ইংলিশ কোচ আরও বলেন, ‘আমরা খেলাটি (বাজবল) খেলছি, কারণ ক্রিকেটকে ভালোবাসি এবং ক্রিকেটে যতটা ভালো করা যায় তার চেষ্টা করছি। আপনি যখন দায়িত্বে থাকবেন তখন নিশ্চিত করতে হবে খেলাটি আপনি উপভোগ করছেন এবং এটি (উপভোগ) করার জন্য আপনার ক্যারিয়ারের শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়।’