খাগড়াছড়ির গুইমারায় অবরোধের সময় পন্যবাহী ট্রাকে আগুন দিয়ে হেলপার বেলাল হোসেনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার শহরের নারিকেল বাগান সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশ নেন সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে কার্যালয়ের সামনে এসে সমাবেশে যোগ দেয়।