চাঁপাইনবাবগঞ্জে টেনিস গ্রাউন্ডে ২ ককটেলের বিস্ফোরণ

0

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন টেনিস গ্রাউন্ডে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এসময় টেনিস গ্রাউন্ডে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ঘটনার পর পর জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছায়েদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জানান, টেনিস গ্রাউন্ডের পশ্চিমে পুরাতন স্টেডিয়ামের দিক থেকে পর পর দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ককটেলের প্রচণ্ড শব্দে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here