অনুশীলন করার সময় বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে গেল ভারতীয় বিমানবাহিনীর এক শুটারের। ঘটনাটি ঘটেছে দিল্লির কার্নি সিংহ রেঞ্জে। জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পুষ্পেন্দ্র কুমার নামে ওই শুটার।
শনিবার বিকালে ভূপালে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন করছিলেন পুষ্পেন্দ্র। কয়েক দিনের মধ্যেই তার ভোপাল যাওয়ার কথা ছিল। তার ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তল। অনুশীলনের ফাঁকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলেন পুষ্পেন্দ্র। সে সময় হঠাৎই পিস্তলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তার অভিঘাতে পুষ্পেন্দ্রর বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে। পুষ্পেন্দ্র পেশায় বিমানবাহিনীর কর্পোরাল।
একটা সময় পর্যন্ত এয়ার পিস্তলের সিলিন্ডারে কার্বনডাই অক্সাইড ব্যবহার করা হত। প্রযুক্তিগত উন্নতির ফলে এখন ব্যবহার করা হয় এলপিজি। নির্দিষ্ট সময় অন্তর পিস্তলের সিলিন্ডার পরিবর্তন করতে হয়। তার জন্য অবশ্য শুটারদের বাড়তি খরচ বহন করতে হয় না। পিস্তল নির্মাণকারী সংস্থাই নির্দিষ্ট সময় অন্তর বিনামূল্যে পিস্তলের সিলিন্ডার বদল করে দেয়। এয়ার পিস্তলের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা তেমন শোনা না গেলেও অত্যন্ত বিরলও নয়। মূলত অসাবধানতার জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তবে পিস্তলের প্রযুক্তিগত সমস্যার জন্যও দুর্ঘটনা ঘটতে পারে।