আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, ইন্দোনেশিয়ায় ১১ পর্বতারোহীর মৃত্যু

0

মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ায় ১১ পর্বতারোহী মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো ১২ জন।

আরো একটি অগ্ন্যুৎপাতের কারণে সোমবার উদ্ধারকাজ বাতিল করতে বাধ্য হয় স্থানীয় কর্তৃপক্ষ। রবিবার অগ্ন্যুৎপাতের সময় ওই এলাকায় সবমিলিয়ে ৭৫ জন পর্বতারোহী ছিলেন। তাদের অনেককেই নিরাপদে উদ্ধার করা গেছে। 

এটি ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। পর্বতারোহীদের পছন্দের জায়গা। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলা অগ্ন্যুৎপাতের পর গত জুন মাসে এই অঞ্চলের কিছু ট্রেইল চালু করা হয়। ১৯৭৯ সাল মেরাপিতে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেবার মারা যান ৬০ জন। 

এ পর্যন্ত ৪৯ পর্বতারোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে অনেকেরই শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তবে এখনো হতাহত কারো পরিচয় প্রকাশ করা হয়নি।  

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here