দু’টি ইসরায়েলি জাহাজে হামলার দায় স্বীকার করল হুথি

0

লোহিত সাগরে দু’টি ইসরায়েলি জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সেই সঙ্গে ওই বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বরোচিত হামলা স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেছেন, রবিবার সকালে বাব আল-মান্দেব প্রণালিতে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামক দু’টি ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের এই সেনা মুখপাত্র বলেন, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আমরা ইসরায়েলি জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। 

সারিয়ি বলেন, “যতদিন আমাদের গাজাবাসী ভাইদের বিরুদ্ধে হামলা বন্ধ না হচ্ছে ততদিন আমরা ইসরায়েলি জাহাজগুলোকে লোহিত সাগর ও আরব সাগর পার হতে দেব না।”

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, আমরা আজ আমেরিকা ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।

অক্টোবরের শুরুতে ইসরায়েল গাজা উপত্যাকায় বিমান হামলা শুরু করার পর থেকেই দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এরপর গত ১৯ নভেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজ আটকও করে। সূত্র: রয়টার্স, সিনহুয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here