নওগাঁয় মৌসুমভিত্তিক শীতকালীন সবজি ফুলকপি বেচাকেনার জন্য অস্থায়ী হাট বসেছে। কৃষকরা খেত থেকে এ হাটে তুলে আনেন ফুলকপি। পাইকারদের হাত ধরে চলে যায় ঢাকা ও কুমিল্লাসহ কয়েক জেলায়। এ হাটে কৃষকদের কোনো খাজনা দিতে হয় না। ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন চাষিরা। প্রতিদিন প্রায় ৩ ঘণ্টায় হাটে ২ লক্ষাধিক টাকার কেনাবেচা হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় ৬৮৪০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন শাকসবজির আবাদ হয়েছে। যা থেকে ১ লাখ ৩৬ হাজার ৮০০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৯০ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। যা থেকে উৎপাদনের আশা ৩ হাজার ৬০০ টন। সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ডাক্তারের মোড়ে প্রতিদিন ভোর থেকে বসছে ফুলকপির অবস্থায়ী হাট। হাটে উপজেলার হাঁপানিয়া ও বর্ষাইল ইউনিয়নের কৃষকরা তাদের উৎপাদিত শুধু ফুলকপি বিক্রির জন্য আসেন। ২০ দিন থেকে এ হাটে কেনাবেচা শুরু হয়েছে। চলবে প্রায় দেড় মাস। বাড়ির পাশে হাট হওয়ায় কৃষকরা সহজেই খেত থেকে ফুলকপি তুলে নিয়ে আসছেন। প্রতি পিস বিক্রি হচ্ছে প্রকারভেদে ২০-৩০ টাকায়।