জীবন বৃত্তান্তে ভূয়া তথ্য এবং নির্বাচনী তহবিলের অর্থ ব্যক্তিস্বার্থে ব্যবহারের গুরুতর অভিযোগে নিউইয়র্কে রিপাবলিকান কংগ্রেসম্যান জর্জ সান্তোসকে ১ ডিসেম্বর ৩১১-১১৪ ভোটে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের ইতিহাসে এ নিয়ে ৬ বার ঘটলো কংগ্রেস থেকে বহিষ্কারের ঘটনা এবং গত ২০ বছরের মধ্যে এটাই প্রথম।
উল্লেখ্য, গত বছর নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। বছরের ব্যবধানেই অপসারিত হলেন জঘন্য অপকর্মের দায় নিয়ে। তার বিরুদ্ধে ২৩ ধরনের অভিযোগে নিউইয়র্কে ফেডারেল কোর্টে মামলা চলছে। সেই মামলার বিচার শেষ হয়নি কিংবা তাকে দোষী সাব্যস্ত এখনও করা হয়নি। তবে জর্জ সান্তোস বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।