জাবির ভর্তি পরীক্ষা ১৬ জুন

0

আগামী ১৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ২৪ জুন পর্যন্ত। এছাড়া ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের নেতৃত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জুন থেকে থেকে ২৪ জুন ঠিক করা হয়েছে।

গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদন ফি অপরিবর্তিত থাকবে। তবে ৫টি ইউনিটের স্থলে ৭টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here