বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,শেরপুর ইউনিটের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শেরপুর জেলা পরিষদের মিলায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমানের সভাপতিত্বে ও রেড ক্রিসেন্টের যুব প্রধান ইউছুফ আলী রবিনের সঞ্চালনায় অন্যান্য অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সদস্য ও ডেলিকেট শামছুন্নাহার কামাল।