নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে দেশীয় অস্ত্র নিয়ে একটি দোকানে হামলার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দোকানের মালিক ও এক পরিবারের ৬ জনসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার গাংচিল বাজারের রাজ গার্মেন্টেসে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার আবদুল হক বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আহতরা পড়ে আছে। পরে হামলার ভিডিও ফেসবুকে দেখতে পাই।
অভিযোগের বিষয়ে জানতে বাজার কমিটির সাধারণ সম্পাদক রাজিব খানের সাথে যোগাযোগের করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ভিডিওটি আমি দেখেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।