ক্রোম ব্রাউজারে থাকা ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সমাধান করে জরুরিভাবে নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এ নিয়ে এ বছর মোট ছয়টি ‘জিরো ডে’ নিরাপত্তা ত্রুটির সমাধান করল প্রতিষ্ঠানটি। গত ২৪ নভেম্বর গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের দুই সদস্য এ ত্রুটির সন্ধান পান। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত ক্রোমের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।
ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের নিরাপদে রাখতে নিয়মিত ব্রাউজারের নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে গুগল। কিন্তু জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। ফলে চাইলেও দ্রুত নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা সম্ভব হয় না। আর তাই প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি কোনো ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তা ত্রুটি বলা হয়।