ইতিহাস গড়ার চেয়ে মাত্র তিন কদম দূরে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ঐতিহাসিক জয় পেতে টাইগারদের দরকার ৩ উইকেট। এরপরই বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে এখনো আশা হারাচ্ছে না কিউইরা।
সিলেটে সিরিজের প্রথম টেস্টে ৩৩২ রান তাড়ায় নেমে শুক্রবার (১ ডিসেম্বর) চতুর্থ দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১৩ রান। শেষ দিন জয়ের জন্য প্রয়োজন ২১৯ রান। হাতে আছে কেবল ৩ উইকেট। টাইগার বোলারদের মোকাবিলায় জাত ব্যাটারদের মধ্যে কেবল ড্যারিল মিচেলই আছেন ক্রিজে। ৮৬ বলে ৪৪ রানে অপরাজিত তিনি। তাকে সঙ্গ দেবেন বোলার ইশ সোধি। ২৪ বলে ৭ রানে অপরাজিত এ বোলার ভালো ব্যাটও করতে পারেন। ২৭ ইনিংসে ৪ ফিফটি সে বার্তাই দেয়।