ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নিরিমের চারপাশে মর্টার হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, হামলায় তিনজন ‘মাঝারি’ আহত হয়েছেন এবং আরও দুজন সামান্য আহত হয়েছেন।
শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরার বরাতে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
সাত দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরপরই আজ গাজায় হামলা চালানোর ঘোষণা দেয় ইসরায়েল।