বন্দি বিনিময় চুক্তির আওতায় গতকাল ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২২ বছর বয়সী সংগ্রামী ফিলিস্তিনি নারী আহেদ তামিমি। মুক্তির পর তিনি জানান, কারাগারে ফিলিস্তিনি ওপর যে নির্যাতন চালানো হয়েছে তা গণমাধ্যমে ফাঁস করে দিলে তার বন্দি বাবাকে হত্যা করা হবে।
আহেদ তামিমি হচ্ছে সেই নারী, যে ইসরায়েলি সৈন্যকে চড় ও লাথি মেরে ভাইরাল হয়েছিলেন এবং ছয় মাসের জেল খেটেছিলেন।