বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে নিউজিল্যান্ড। একে একে বিদায় নিয়েছেন দলের ৫ জন ব্যাটার। তাইজুল ইসলাম একাই নিয়েছেন ৩টি উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৭৬ রান।
৩৩২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ইনিংসের প্রথম ওভারে ওপেনার টম ল্যাথামকে শূন্য রানে ফেরান শরিফুল ইসলাম। এরপর দশম ওভারের শেষ বলে তাইজুলের শিকার হন কেইন উইলিয়ামসন। আগের ইনিংসের সেঞ্চুরিয়ানকে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ১১ রানে।
এরপর নতুন আসা হেনরি নিকোলসও (২) বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মেহেদী হাসান মিরাজের ডেলিভারিতে বল তার ব্যাটের কানায় লেগে আশ্রয় নেয় নাঈম হাসানের হাতে। বিপর্যয়ের মুখে হাল ধরতে পারেননি ওপেনার ডেভন কনওয়ে (২২)। দীর্ঘ সময় ক্রিজে কাটানো এই ব্যাটারকে বিদায় করেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এরপর দলীয় ৬০ রানের মাথায় টম ব্লান্ডেলকে ফেরান তাইজুল। আউট হওয়ার আগে ১৬ বলে ৬ রান করেন তিনি।