জারা, তন্বী, রিয়া, ফারিয়া, মিম আর সাবরিনা। ৬ জন ব্যাচেলর বান্ধবী। থাকে একই ফ্ল্যাটে। তাদের একেকজন একেক রকম। তাদের জীবনের নানা ঘটনা, অঘটনা, প্রেম ও ঝামেলার গল্প নিয়ে ২০২১ সালে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে এসেছিল এক ড্রামা সিরিজ। নাম ‘গার্লস স্কোয়াড’।
রিলিজের পরপরই এই সিরিজটি দারুণ জনপ্রিয়তা পায়। লোকের মুখে মুখে চলে আসে সিরিজটির নাম। একইভাবে সিরিজের দ্বিতীয় সিজনও তুমুল জনপ্রিয়তা পায়। এবার এলো সেই গার্লস স্কোয়াড-এর তৃতীয় সিজন! বৃহস্পতিবার দিবাগত রাত ১২:০১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে রিলিজ পায় গার্লস স্কোয়াড সিজন ৩। রিলিজের পরপরই অসংখ্য দর্শক সিরিজটি দেখছেন বলে জানা যায়। এই সিজনে মূল অভিনেত্রীদের পাশাপাশি যোগ হয়েছেন জনপ্রিয় টিকটক সেলিব্রেটি শামীমা আফরিন অমি।
গার্লস স্কোয়াড সিজন ৩ নিয়ে বঙ্গ-এর কন্টেন্ট ম্যানেজার হৃদয় জুলফিকার বলেন, গার্লস স্কোয়াড অলরেডি মানুষের কাছে খুব পপুলার একটা সিরিজ। নতুন সিজনের জন্য অনেকদিন ধরেই আমাদের দর্শক বসেছিলেন। তাই রিলিজের সাথে সাথেই আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আশাকরি আগের দুই সিজনের মতো এই সিজনটিও মানুষের খুব ভালো লাগবে।