ইরাকে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৪ জন। মূলত হামলাকারীরা একটি গাড়ি ও উদ্ধারকারীদের ওপর হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণ ও একটি যানবাহন ও উদ্ধারকারীদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত ও ১৪ জন আহত হয়।