পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সঙ্গে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের এক শুভেচ্ছা সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ ছাড়াও দূতাবাসের প্রথম সচিব মো. আলমগীর হোসেন উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, বর্তমান সভাপতির রাসেল আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি এফ,আই রনি, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, সহ-সাধারণ সম্পাদক সমির দেবনাথ, প্রচার সম্পাদক মহি উদ্দীন।