চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। কোন গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে।