কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন ‘এই নির্বাচনে ভোট চুরি ফেরাবে গামছা মার্কার লোকেরা। একটা ভোট জালিয়াতি হলে আমি আমার গামছা মার্কার লোকদের ধরব। আমি নির্বাচন করে দেখাতে চাই মানুষ ভোট কেন্দ্রে গেছে, যার ভোট সেই দিছে। যদি কেউ ভোট দিতে বাঁধা দেয় আর সীল দেওয়ার চেষ্টা করে, যে হাত দিয়ে সীল মারবে সেই হাত আস্ত থাকবে না।’
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগেরবাড়ি গ্রামে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বক্তৃতা করেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ, পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন, দেলোয়ার হোসেন প্রমুখ।