যে কারণে মার্কিন অসপ্রে বিমান উড্ডয়ন বন্ধ করতে বলল জাপান

0

মার্কিন সামরিক বাহিনীর ভি-২২ অসপ্রে বিমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান। 

মার্কিন সামরিক বাহিনীকে তাদের এই যুদ্ধবিমান ‘গ্রাউন্ড’ করার আহ্বান জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা।

বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, “এ ধরনের দুর্ঘটনা এই অঞ্চলের জনগণের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা মার্কিন পক্ষকে অনুরোধ করছি, জাপানে মোতায়েন অসপ্রে বিমানের উড্ডয়ন নিরাপদ হিসেবে নিশ্চিত না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে।” 

মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, তারা এখনও দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং এটি ভূপাতিত হয়। বিমানটিতে আট জন মার্কিন সেনা ছিলেন, দুর্ঘটনায় একজনের নিহত হন।

অসপ্রে হলো হাইব্রিড উড়োজাহাজ, যা একইসঙ্গে হেলিকপ্টার ও বিমান হিসেবে কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী, নৌবাহিনী ও জাপানের প্রতিরক্ষাবাহিনীতে এমন বিমান রয়েছে।

জাপানে অসপ্রে বিমান মোতায়েনের বিষয়টি বিতর্কিত। দেশটিতে একাধিক মার্কিন ঘাঁটিতে ডজন খানেক অসপ্রে বিমান মোতায়েন করেছে মার্কিন সামরিক বাহিনী। দুর্ঘটনাপ্রবণ হওয়ার কারণে এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, এটি নিরাপদ।

গত আগস্ট মাসে একটি মার্কিন অসপ্রে বিমান সামরিক অনুশীলনের সময় উত্তর অস্ট্রেলিয়ার উপকূলে বিধ্বস্ত হয়েছিল। সেই দুর্ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়। সূত্র: এনএইচকে, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here