বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্কের ইতি ঘটছে রঙ্গনা হেরাথের। ৩০ নভেম্বর চুক্তি শেষ হচ্ছে তার। সিলেট টেস্টই হতে যাচ্ছে স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশে তার শেষ অধ্যায়।
বুধবার সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, ‘কোচ হিসেবে অনেক কিছু শেখার ছিল। একইভাবে আমি আমার অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগাভাগি করেছি। প্রতিটি দিনই শেখার। আশা করছি তারা আমার কাছ থেকে কিছু না কিছু নিয়ে এর চর্চা করবে।’
হেরাথ বলেন, ‘ক্রিকেট দলীয় খেলা। তাই কম্বিনেশন, ব্যালেন্স জরুরি। আমাদের দারুণ পেস বোলিং অ্যাটাক আছে। স্পিনাররা কীভাবে ভূমিকা রাখছে সেদিকেও নজর রাখতে হয়। পুরোটাই বোঝাপড়া আর সচেতনতার ব্যাপার।’
‘কম্বিনেশন নিয়ে অনেকেই চিন্তিত। একটা কম্বিনেশন হতে পারে এক পেসার অথবা এক স্পিনার। যেটাই হোক আমাদের লড়াই করতে হবে।’
বাংলাদেশের ক্রিকেটকে মিস করবেন কি না এমন প্রশ্নের জবাবে হেরাথ বলেন, ‘আমি ছেলেদের সঙ্গে অনেক দিন কাজ করেছি। আসল ব্যাপার হলো নিজের দায়িত্ব বুঝতে পারা, নিজের শক্তির জায়গা বুঝতে পারা। সেটা বুঝতে পারলেই নতুন কোচের অধীনে ছেলেরা ভালো করবে।’