বারিতে ডেঙ্গু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেমিনার কক্ষে বুধবার ডেঙ্গু বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। ডেঙ্গু বিষয়ে দেশের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন পরিচালক (নিপসন) প্রফেসর ড. মিরজাদী সাবরিনা ফ্লোরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. তারিকুল ইসলাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) প্রফেসর মো. নাজমুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন (গাজীপুর) ড. মো. খায়রুজ্জামান।অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন স্তরের চিকিৎসক, সরকারি কর্মকর্তা, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here