চ্যাংগান বাংলাদেশের সাথে অংশীদারিত্বে চ্যাংগান অটোমোবাইল সিরিজের নতুন গাড়ি নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড। গত বৃহস্পতিবার এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে নতুন গাড়িগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচএস অটোস লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান।
অনুষ্ঠানে জানানো হয়, ১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টি দেশে এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি দক্ষ কর্মীর মাধ্যমে চ্যাংগান তাদের সেবা পৌছে দিচ্ছে। চ্যাংগান বর্তমানে তাদের সর্বোত্কৃষ্ট গাড়িগুলো নিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।