সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তরুণ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনদের দাপটে অল্প রানেই গুটিয়ে গেছে আইরিশরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান মাহমুদের আগ্রাসী বোলিংয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। এরপর এবাদত-তাসকিনও তাদের চেপে ধরেন।
সিলেটে বৃহস্পতিবার ছিল পেসারদের দিন। এই দিনে আইরিশদের সবক’টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। যদিও বল হাতে নাসুম আহমেদ ও মেহেদী মিরাজও ছিলেন বেশ কিপ্টে।
আর পঞ্চাশ ওভারের খেলায় আয়ারল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ২৮.১ ওভার।