চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিসে ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদল নেতা আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আলী হোসেন চাঁপাইনবাবগঞ্জ শহরের মাঝপাড়া এলাকার মেশবাহুল হকের ছেলে এবং যুবদলের সাবেক সহ-সভাপতি।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।