দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামালপুর-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ। আজ বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: শফিউর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমার পর আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সকল আইন কানুন মেনে নির্বাচনে অংশ নিতে পারি।
জামালপুর জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, জামালপুরের ৫টি আসনের মধ্যে এই প্রথম একটি মনোনয়নপত্র জমা পড়েছে।