সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান শিগগিরই বৈঠক করতে সম্মত হয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর দিয়েছে।
এই ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সৌদি আরবের সাথে সম্পর্ক জোরদার করতে ইরান প্রস্তুত। এ সময় দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী যত দ্রুত সম্ভব সাক্ষাৎ করতে এবং ফের দূতাবাস ও কন্স্যুলেট খুলতে প্রস্তুতি শুরু করার বিষয়ে সহমত হন।
সূত্র: রয়টার্স