দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার ৪টি আসনে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কক্সবাজার-১ আসনে ১৩ জন, কক্সবাজার-২ আসনে ৫ জন, কক্সবাজার-৩ আসনে ৯ জন ও কক্সবাজার-৪ আসনে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে রয়েছে ১২ জন স্বতন্ত্র প্রার্থী ও ২২ জন দলীয় প্রার্থী। কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫ জন স্বতন্ত্রসহ ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কক্সবাজার-২ (মহেশখালী-পেকুয়া) আসনে ৩ জন স্বতন্ত্রসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ন্যাশনাল পিপলস্ পার্টি থেকে মাহবুবুল আলম, স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন সরওয়ার আলম, আবু কাইছার ও মোহাম্মদ ইলিয়াছ।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ২ জন স্বতন্ত্রসহ ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী এবং সংরক্ষিত আসনের বর্তমান নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদের পুত্র ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে শামীম আহসান, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে জেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোহাম্মদ তারেক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে মোহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে অবদুল আওয়াল মামুন, তৃণমুল বিএনপি থেকে ২জন মোহাম্মদ সানাউল্লাহ ও নুরুল আলম, স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন মো. আবদুল মজিদ।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ২ জন স্বতন্ত্র সহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে তাহা ইয়াহিয়া, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে বিশিষ্ট ঠিকাদার অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, ন্যাশনাল পিপলস্ পার্টি থেকে ফরিদ আলম, তৃণমুল বিএনপি থেকে মুজিবুল হক মুজিব, স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও মো: ইসহাক।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।